ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে ফিটফাট রাখেন। কিন্তু এই বিশ্ব মোড়লের নিজের ব্র্যান্ডের পোশাকের উৎস ঠিক কোথায়? উত্তরটা শুনলে অবাক হবেন আপনিও নিজের ছাড়া অন্য সব কিছুতে নাক ছিটকানো এই ক্ষমতাধরের পোশাক তৈরি হয় সাগর পারর ছোট্ট দেশ বাংলাদেশে।

যিনি বিদেশি পণ্যের সমালোচনায় মুখর। অথচ তাঁর নিজের পোশাকের লেবেলে লেখা থাকে মেড ইন বাংলাদেশ।এক টেলিভিশন সাক্ষাৎ কারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর পছন্দের শার্ট আর টাই কোথাকার প্রশ্নটা বেশ সরল হলেও উত্তরে প্রেসিডেন্ট বলেছিলেন, জানি না ঠিক কোথাকার। তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের প্রেসিডেন্টের এমন মন্তব্যে কিছুটা বিস্ময়ের ছাপ পড়েছিল সঞ্চালকের চোখে।
তিনি আরও কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন প্রেসিডেন্টের টাই আর শার্টের লোগোর দিকে একবার তাকিয়ে বললেন, এগুলো তো মেডইন বাংলাদেশ।ভাবুন একবার বিশ্বের এক নম্বর ব্র্যান্ডেড পোশাক বলে প্রেসিডেন্ট যেগুলোকে প্রশংসায় ভরিয়ে দিলেন সেগুলো বাংলাদেশের তৈরি
এটাই কিন্তু এ দেশের পোশাক শিল্পের শক্তি আর দক্ষতার এক অনন্য উদাহরণ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোড়ন৷ অনেকেই মন্তব্য করেছেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট মুগ্ধ সেখানে আমরা কেন গর্বিত হব না?
ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে, ট্রাম্পের নামে বাজারজাত করা বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রের বাইরে। বিশেষ করে বাংলাদেশ, চিন, ভিয়েতনাম ও হন্ডুরাসের মতো উন্নয়নশীল দেশে তৈরি এই পণ্যগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প ড্রেস ব্র্যান্ডের পোশাক যা বাংলাদেশে তৈরি হচ্ছে।এখানে কিন্তু গল্প শেষ নয়, ট্রাম্পের ব্র্যান্ডের পণ্য আসলে তাঁর নিজের প্রতিষ্ঠানে তৈরি হয় না বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করে পাইকারি হারে পণ্য কিনে নেন শুধু নিজের নাম ব্র্যান্ড নেম হিসেবে লাগিয়ে বাজারজাত করেন|
বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এমন ঘটনা এবারই প্রথম নয়। বিশ্বের বহু খ্যাতনামা ব্র্যান্ড তাদের পণ্যের ব্যবহার করে বাংলাদেশের শ্রমিকদের নিপুণ হাতে তৈরি করা পণ্য।