রাজধানীর ঐতিহ্যবাহী কলেজ তিতুমীর অনেকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলো। উর্ধতন কতৃপক্ষ তাদের এ আন্দোলনে কোনো সাড় না দিলে তারা বাধ্য হয়ে রাস্তায় নামেন।
তাদের পূর্ব ঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী ‘ এর অংশ হিসেবে তারা রাস্তা ও রেলপথ অবরোধ করেন বেলা ১১ টা থেকে।তাদের এ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে তারা সড়ক ও রেল পথে অবস্থান করেন। কিন্তু এত মানুষ রেল লাইনে অবস্থান করার পরও লোকোমাস্টাী কোনোকিছু তোয়াক্কা না করে ট্রেন চালিয়ে দেয়।এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
আটকে পড়া ট্রেন দুটি হলো– জামালপুরের তারাকান্দিগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘বনলতা এক্সপ্রেস’।
এতে কিছু হতাহতের ঘটনা ঘটায় তারা দুঃখ প্রকাশ করছেন।তবে তারা বলছেন আজকে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি হতে পারতো এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিতে হবে। বিক্ষোভকারীরা বলেন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়ার পরেও ট্রেন কেনো চললো? এর জবাব দিতে হবে।
ও আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন এই পরিস্থিতির জন্য সরকার দায়ী। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। তারা বলেন যতক্ষণ পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ না করবে ততক্ষণ এ বিক্ষোভ কর্মসূচি চলবে।